মোছাব্বর হাসান মুসা বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জ ইউনিয়ন পরিষদ চত্বরে গুজিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও শুভা কাঙ্খিদের পক্ষ থেকে উপজেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক ও হুসাইন শরিফ সঞ্চয়(এমবিএ) প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অত্র বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শরীর চর্চা শিক্ষক আমজাদ হোসেন কে মোটর সাইকেল উপহার প্রদান করেন এবং তাকে সংবর্ধনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন অত্র ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ সাবু, ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোকলেছার রহমান মুন্নু, আওয়ামীলীগ নেতা আবু জাফর, সাফিউল ইসলাম শাফি, সমাজ সেবক শফিকুল ইসলাম শান্তু, জাপা নেতা শাহিনুর ইসলাম, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম শফিক প্রমুখ। এব্যাপারে সংবর্ধনা অনুষ্ঠানের আহ্বায়ক অত্র ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ সাবু ও যুগ্ম আহ্বায়ক জাপা নেতা শাহিনুর ইসলাম বলেন, অবসরপ্রাপ্ত শরীর চর্চা শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সমাজের বৃত্তবানরা এগিয়ে এলে আগামীতে যে সকল শিক্ষক মন্ডলী অবসরে যাবেন তাদেরকে অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হবে।