Dhaka ০৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ার শাজাহানপুরে সনাতন চন্দ্র হত্যার ঘটনায় ২ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন

  • Reporter Name
  • Update Time : ০৫:২৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১
  • ১৩৩ Time View

স্টাফ র্রিপোটার, বগুড়াঃ

বগুড়ায় হিন্দু সম্প্রদায়ের হরিবাসর অনুষ্ঠানে সনাতন চন্দ্র প্রাং নামে এক যুবককে খুনের মামলায় দুই জনের ফাঁসি এবং অপর তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

এছাড়াও প্রত্যেকের ১০ হাজার করে টাকা অর্থদণ্ড দেয়া হয়। মঙ্গলবার বিকেলে বগুড়ার ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম ইসরাত জাহান এই রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম দক্ষিণপাড়ার আলমগীর হোসেনের ছেলে নুরুল ওরফে বিপুল (২৭) ও বগুড়া শহরের সুত্রাপুরের আইনুল হকের ছেলে অরুন (২৫)। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, রাজিব সরকার (৩০) রাফিউল ইসলাম রনি (২৭) ও আলম (২৫)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বিনয় কুমার ঘোষ রজত জানান, ২০১৬ সালের ২ এপ্রিল শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম আদি কালিবাড়ি প্রাঙ্গণে হিন্দু সম্প্রদায়ের হরিবাস চলছিল। সেখানে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছিলেন সনাতন চন্দ্র প্রাংসহ হিন্দু সম্প্রদায়ের আরও কয়েকজন যুবক। রাত ১১টার দিকে হরিবাসরে আগত নারীদেরকে উত্যক্ত করছিল স্থানীয় কিছু যুবক। এক সময় নিহত সনাতন চন্দ্রের ভাগ্নীকে উত্তক্তের প্রতিবাদ করায় রাত সাড়ে ১১টার দিকে দন্ডপ্রাপ্ত আসামিরা তাকে উপুর্যুপরি ছুরিকাঘাত করে।

পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতেই সনাতন মারা যান। এঘটনায় নিহতের বাবা সুরথ চন্দ্র প্রাং বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা দায়ের করেন। এই মামলার তিনজন আসামী ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় সনাতনকে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তি মূলক জবানবন্দী দেয়।

শাজাহানপুর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র কুন্ড মামলাটি তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর রাষ্ট্রপক্ষে ১৬ জন সাক্ষির জবানবন্দি চুলচেরা বিশ্লেষণ করে মঙ্গলবার আসামিদের উপস্থিতিতে বিচারক উক্ত রায় ঘোষণা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

বগুড়ার শাজাহানপুরে সনাতন চন্দ্র হত্যার ঘটনায় ২ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন

Update Time : ০৫:২৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১

স্টাফ র্রিপোটার, বগুড়াঃ

বগুড়ায় হিন্দু সম্প্রদায়ের হরিবাসর অনুষ্ঠানে সনাতন চন্দ্র প্রাং নামে এক যুবককে খুনের মামলায় দুই জনের ফাঁসি এবং অপর তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

এছাড়াও প্রত্যেকের ১০ হাজার করে টাকা অর্থদণ্ড দেয়া হয়। মঙ্গলবার বিকেলে বগুড়ার ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম ইসরাত জাহান এই রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম দক্ষিণপাড়ার আলমগীর হোসেনের ছেলে নুরুল ওরফে বিপুল (২৭) ও বগুড়া শহরের সুত্রাপুরের আইনুল হকের ছেলে অরুন (২৫)। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, রাজিব সরকার (৩০) রাফিউল ইসলাম রনি (২৭) ও আলম (২৫)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বিনয় কুমার ঘোষ রজত জানান, ২০১৬ সালের ২ এপ্রিল শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম আদি কালিবাড়ি প্রাঙ্গণে হিন্দু সম্প্রদায়ের হরিবাস চলছিল। সেখানে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছিলেন সনাতন চন্দ্র প্রাংসহ হিন্দু সম্প্রদায়ের আরও কয়েকজন যুবক। রাত ১১টার দিকে হরিবাসরে আগত নারীদেরকে উত্যক্ত করছিল স্থানীয় কিছু যুবক। এক সময় নিহত সনাতন চন্দ্রের ভাগ্নীকে উত্তক্তের প্রতিবাদ করায় রাত সাড়ে ১১টার দিকে দন্ডপ্রাপ্ত আসামিরা তাকে উপুর্যুপরি ছুরিকাঘাত করে।

পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতেই সনাতন মারা যান। এঘটনায় নিহতের বাবা সুরথ চন্দ্র প্রাং বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা দায়ের করেন। এই মামলার তিনজন আসামী ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় সনাতনকে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তি মূলক জবানবন্দী দেয়।

শাজাহানপুর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র কুন্ড মামলাটি তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর রাষ্ট্রপক্ষে ১৬ জন সাক্ষির জবানবন্দি চুলচেরা বিশ্লেষণ করে মঙ্গলবার আসামিদের উপস্থিতিতে বিচারক উক্ত রায় ঘোষণা করেন।