মোছাব্বর হাসান, বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজির (থ্রি-হুইলার) ৪ যাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর ৬টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের মাঝিড়া বাস স্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।
বগুড়ার শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, শাওন পরিবহন নামের নামে একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। ঘটনাস্থলে আসা মাত্র বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি থ্রি-হুইলার সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে করে সিএনজিতে থাকা চালকসহ ৪ জন গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাদেকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ৪ জনকেই মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বাসের বেশ কয়েকজন যাত্রীও আহত হয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে দুর্ঘটনার কারণে ঘণ্টাব্যপী মহসড়কে যানযটের সৃষ্টি হয়। পরে পুলিশের সহযোগিতায় তা স্বাভাবিক হয়।