শাহ সুলতান বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় মহাসড়কের নাশকতার উদ্দেশ্যে ব্রীজ ভাঙ্গার চেষ্টার অভিযোগে জামায়াতে ইসলামীর ১০ নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
রোববার (৩১ জুলাই) বিকেলে এতথ্য জানিয়েছেন বগুড়ার শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) হাসান হাফিজুর।
এর আগে রোববার ভোরে বগুড়া- ঢাকা মহাসড়কে শাজাহানপুর থানা এলাকায় ফটকী ব্রীজ হাতুড়ি ও শাবল দিয়ে ভেঙ্গে ফেলার চেষ্টা করছিল।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ককটেল, হাতুড়ি,লোহার শাবল, ছেনিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন শাজাহানপুর উপজেলার সাজাপুর দক্ষিণপাড়ার আঃ মতিন (৬৭), সুজাবাদ বালাপাড়ার আবু বকর সিদ্দিক ঠান্ডু (৫০), সুজাবাদ রাজধানীপাড়ার মোকাদ্দেসুর রহমান মোস্তাকিম (২৭), সুজাবাদ উত্তরপাড়ার বিল্লাল হোসেন (৪২), জামুন্না বগুড়াপাড়ার আমিনুল ইসলাম (৫৫),বগুড়া শহরের লতিফপুর মধ্যপাড়ার নজরুল ইসলাম (৫২), আনছার আলী (৫৮), বেজোড়া দক্ষিণপাড়ার আরাফ (২৭), কলতা গ্রামের শফিকুল ইসলাম (৫০) এবং কালশিমাটি গ্রামের জাহাঙ্গীর আলম।
মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে- শাজাহানপুর থানার সাজাপুর এলাকায় ঢাকা – বগুড়া মহাসড়কের ফটকী ব্রীজের উত্তর পার্শ্বের ফাঁকা জায়গায় একদল জামাত-শিবিরের লোকজন লোহার শাবল, হাতুড়ি, ছেনি, বাঁশ ও কাঠের লাঠিসোটা নিয়ে সরকার বিরোধী নাশকতামূলক কর্মকান্ডের জন্য মহাসড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল ব্যহত করা এবং ব্রীজ ভাঙ্গা ও বিভিন্ন সরকারী, বেসরকারী গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে ক্ষতি সাধন করার লক্ষ্যে সমবেত হয়ে গোপন বৈঠক করছে। শাজাহানপুর থানার পুলিশ রবিবার ভোরে ঘটনাস্থলে পৌঁছিলে অনেকেই দৌড়ে পালিয়ে যায়। এসময় ১০ জনকে আটক কর। আটকের পর তাদের তাছ থেকে পুলিশ ৪টি তাজা ককটেল, ৪টি লোহার শাবল, ৫টি লোহার হাতুড়ী, ৫টি ছেনি, ১৫টি লাঠি উদ্ধার করে।
শাজাহানপুর থানার এস আই হাসান হাফিজুর রহমান বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের নামে মামলা করেছেন।
এদিকে, জামায়াতে ইসলামী শাজাহানপুর উপজেলা শাখার সেক্রেটারী মাওঃ শহিদুল ইসলাম বলেন, কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসাবে শনিবার সকালে জামাতে ইসলামীর উদ্যোগে শাজাহানপুর থানার বনানীতে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এরপর থেকেই পুলিশ শাজাহানপুরে জামায়াত নেতাকর্মীদের বাড়ীতে অভিযান শুরু করে। ব্রীজ ভাঙ্গা এবং নাশকতা চেষ্টার অভিযোগ সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট বলে তিনি দাবী করেন।