বিশেষ প্রতিনিধি বগুড়া:
আগামী ২৮ ফেব্রুয়ারি বগুড়ার পৌরসভার নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বি মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে।
শুক্রবার বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের কার্যালয়ের আয়োজনে ১৮৪ জনকে প্রতীক দেয়া হয়। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মাহবুব আলম শাহ্, অতি: জেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম, সহকারী রিটার্নিং অফিসার এসএম জাকির হোসেন, সাখাওয়াত হোসেন, শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান, সদর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।বগুড়ার পৌর সভার নির্বাচন মেয়র পদে আওয়ামীলীগ থেকে নৌকা প্রতীকে আবু ওবায়দুল হাসান ববি, বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে রেজাউল করিম বাদশা, ইসলামিক আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে আব্দুল মতিন এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান আকন্দ জগ প্রতীক পেয়েছেন। এছাড়াও, সংরক্ষিত ওয়ার্ডের ৫০ জন ও ২১ টি সাধারণ ওয়ার্ডের ১৩০ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ করা হয়। ২৮ ফেব্রুয়ারি বগুড়া পৌরসভার ২ লাখ ৭৬ হাজার ভোটার ইভিএম-এ ভোট প্রদান করবেন। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মাহবুব আলম শাহ্ জানান, দলের মনোনীত মেয়র প্রার্থীরা তাদের দলীয় প্রতীকই বরাদ্দ পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থীরা অন্য প্রতীকগুলো থেকে পছন্দের প্রতীক নিয়েছেন।