Dhaka ১০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ার পীরগাছায় রূপালী ব্যাংকে দুই আনসার সদস্যকে ছুরিকাঘাতে আহত করে দূর্বত্তদের ব্যাংক লুটের চেষ্টা!

  • Reporter Name
  • Update Time : ০৫:১৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১
  • ১৯২ Time View
মোছাব্বর হাসান মুসা বগুড়া প্রতিনিধি:
বগুড়ার গাবতলীর পীরগাছায় আনসার সদস্যদের বাধার মুখে পন্ড হলো রূপালী ব্যাংক লুটের চেষ্টা।
মঙ্গলবার ভোর রাতে গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের সাবেকপাড়া রূপালী ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে।
একাধিক সূত্রে জানা যায়, বগুড়া গাবতলীর সাবেকপাড়া রূপালী ব্যাংক শাখা প্রতিদিনের মতো ৪ই জানুয়ারী সোমবার বিকেল পর্যন্ত লেনদেন শেষে কর্মকর্তা-কর্মচারীরা ব্যাংক ছেড়ে নিজ বাসায় চলে যান। ৫ জানুয়ারী মঙ্গলবার ভোররাতে মুখোশ পরিহিত দুই যুবক দ্বি-তল বিশিষ্ট ব্যাংক ভবনের ছাদের তালা কেটে ব্যাংকের বারান্দায় প্রবেশ করে। এরপর লোহার কলাপসিবল গেটের তালা কেটে একেবারে ব্যাংকের ভিতরে প্রবেশ করে। এ সময় ব্যাংকের ভিতরে থাকা আনসার সদস্য মাসুদ রানা’র (৩৪) বাম হাত, পিঠ ও কোমরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দু’হাত পিছন মোড়া করে বেঁধে ফেলে। এরপর দুর্বৃত্তরা অর্থ লুটপাটের উদ্দেশ্যে টাকার ঘরের দিকে এগিয়ে যায়। তখন অপর আনসার সদস্য হাবিবুর রহমান (৩২) বাধা দিলে দুর্বৃত্তরা এসিড নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। দুই আনসার সদস্যের দুঃসাহসিক প্রতিরোধের মুখে অবশেষে দুর্বৃত্তরা কোনকিছু না নিয়েই প্রাণভয়ে পালিয়ে যায়। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করানো হয়েছে।
আহত মাসুদ রানা নওগাঁ জেলার মান্দা উপজেলার কচুয়া মধ্যপাড়া গ্রামের গোলাম রব্বানীর ছেলে এবং হাবিবুর রহমান রাজশাহী বাগমারা উপজেলার নুরুপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। খবর পেয়ে  ঘটনাস্থল পরিদর্শন করেছেন বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভূইয়া(বিপিএম বার) সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) সাবিনা ইয়াসমীন, মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ নুরুজ্জামান, ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেন, জেলা আনসার ভিডিপির কমান্ডডেন্ট শেখ ফিরোজ আহম্মেদসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ।
এ প্রসঙ্গে রূপালী ব্যাংক শাখার ম্যানেজার মোতাহার হোসেন স্থানীয় সাংবাদিকদের জানান, ঘটনার সময় ব্যাংকের ভিতরে সিসি ক্যামেরা চালু ছিলো। ভিডিও ফুটেজে দেখা যায়, মঙ্গলবার ভোর ৫টা ৩৪মিনিটের সময় দু’ব্যক্তি নাক-মুখ ঢাকা অবস্থায় ব্যাংকের ভিতরে প্রবেশ করে দুই আনসার সদস্যকে ৬মিনিট ধরে মারপিট ও ছুরিকাঘাত করছে। তবে ব্যাংকের কোন টাকা-পয়সা কিংবা অন্য কোন মালামাল খোয়া যায়নি। এ প্রসঙ্গে সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) সাবিনা ইয়াসমীন সাংবাদিকদের জানান, ‘আনসার সদস্যদের শরীরে আঘাত করা চাকু, চুরি কাজে ব্যবহৃত তালা ও লোহা কাটার যন্ত্রপাতি, প্লাস, ভাঙ্গা দুটো তালাসহ একটি টুলবক্স উদ্ধার করা হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য জোর চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান থানার ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

বগুড়ার পীরগাছায় রূপালী ব্যাংকে দুই আনসার সদস্যকে ছুরিকাঘাতে আহত করে দূর্বত্তদের ব্যাংক লুটের চেষ্টা!

Update Time : ০৫:১৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১
মোছাব্বর হাসান মুসা বগুড়া প্রতিনিধি:
বগুড়ার গাবতলীর পীরগাছায় আনসার সদস্যদের বাধার মুখে পন্ড হলো রূপালী ব্যাংক লুটের চেষ্টা।
মঙ্গলবার ভোর রাতে গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের সাবেকপাড়া রূপালী ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে।
একাধিক সূত্রে জানা যায়, বগুড়া গাবতলীর সাবেকপাড়া রূপালী ব্যাংক শাখা প্রতিদিনের মতো ৪ই জানুয়ারী সোমবার বিকেল পর্যন্ত লেনদেন শেষে কর্মকর্তা-কর্মচারীরা ব্যাংক ছেড়ে নিজ বাসায় চলে যান। ৫ জানুয়ারী মঙ্গলবার ভোররাতে মুখোশ পরিহিত দুই যুবক দ্বি-তল বিশিষ্ট ব্যাংক ভবনের ছাদের তালা কেটে ব্যাংকের বারান্দায় প্রবেশ করে। এরপর লোহার কলাপসিবল গেটের তালা কেটে একেবারে ব্যাংকের ভিতরে প্রবেশ করে। এ সময় ব্যাংকের ভিতরে থাকা আনসার সদস্য মাসুদ রানা’র (৩৪) বাম হাত, পিঠ ও কোমরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দু’হাত পিছন মোড়া করে বেঁধে ফেলে। এরপর দুর্বৃত্তরা অর্থ লুটপাটের উদ্দেশ্যে টাকার ঘরের দিকে এগিয়ে যায়। তখন অপর আনসার সদস্য হাবিবুর রহমান (৩২) বাধা দিলে দুর্বৃত্তরা এসিড নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। দুই আনসার সদস্যের দুঃসাহসিক প্রতিরোধের মুখে অবশেষে দুর্বৃত্তরা কোনকিছু না নিয়েই প্রাণভয়ে পালিয়ে যায়। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করানো হয়েছে।
আহত মাসুদ রানা নওগাঁ জেলার মান্দা উপজেলার কচুয়া মধ্যপাড়া গ্রামের গোলাম রব্বানীর ছেলে এবং হাবিবুর রহমান রাজশাহী বাগমারা উপজেলার নুরুপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। খবর পেয়ে  ঘটনাস্থল পরিদর্শন করেছেন বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভূইয়া(বিপিএম বার) সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) সাবিনা ইয়াসমীন, মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ নুরুজ্জামান, ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেন, জেলা আনসার ভিডিপির কমান্ডডেন্ট শেখ ফিরোজ আহম্মেদসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ।
এ প্রসঙ্গে রূপালী ব্যাংক শাখার ম্যানেজার মোতাহার হোসেন স্থানীয় সাংবাদিকদের জানান, ঘটনার সময় ব্যাংকের ভিতরে সিসি ক্যামেরা চালু ছিলো। ভিডিও ফুটেজে দেখা যায়, মঙ্গলবার ভোর ৫টা ৩৪মিনিটের সময় দু’ব্যক্তি নাক-মুখ ঢাকা অবস্থায় ব্যাংকের ভিতরে প্রবেশ করে দুই আনসার সদস্যকে ৬মিনিট ধরে মারপিট ও ছুরিকাঘাত করছে। তবে ব্যাংকের কোন টাকা-পয়সা কিংবা অন্য কোন মালামাল খোয়া যায়নি। এ প্রসঙ্গে সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) সাবিনা ইয়াসমীন সাংবাদিকদের জানান, ‘আনসার সদস্যদের শরীরে আঘাত করা চাকু, চুরি কাজে ব্যবহৃত তালা ও লোহা কাটার যন্ত্রপাতি, প্লাস, ভাঙ্গা দুটো তালাসহ একটি টুলবক্স উদ্ধার করা হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য জোর চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান থানার ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেন।