টিপু সুলতান নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ

বগুড়ার নন্দীগ্রামে ৪ জুয়াড়িকে আটক করা হয়েছে।

থানার এসআই চাঁন মিয়া ও এএসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার ২২ মে দুপুরে পৌরসভার ১নং ওয়ার্ডের কালিকাপুর গ্রামে জুয়া খেলার সময় তাদের আটক করেন।

আটককৃতরা হলেন- কালিকাপুর গ্রামের মৃত সমশের আলীর ছেলে আসাদুল হক (৪৫), শাহ আলমের ছেলে জনাব আলী (২৮), সেকেন্দার আলীর ছেলে ফিরোজ আহমেদ ভুটান (৪৫) ও মৃত মোহাম্মদ আলীর ছেলে রতন আলী (৩৫)।

পুলিশ সেখান থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করেছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে থানায় জুয়া আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে