টিপু সুলতান,নন্দীগ্রাম,বগুড়া:
বগুড়ার নন্দীগ্রামে ২ মাদক কারবারীকে গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ শওকত কবিরের নির্দেশনায় থানার এসআই চাঁন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে ৭০ গ্রাম গাজাসহ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রামের মোংলা উল্লাহর ছেলে ফেরদৌস আলম (২৮) ও হোসেন আলীর ছেলে ইউসুফ আলী (৩৫)।
এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ১৪ অক্টোবর থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করে।
থানার এসআই চাঁন মিয়া জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ২ মাদক কারবারীকে ৭০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।