টিপু সুলতান,নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ
বগুড়ার নন্দীগ্রামে খোলা বাজারের (ওএমএস) ৩৪ বস্তা (১৭০০ কেজি) চাল জব্দ করেছে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম।
বৃহস্পতিবার বেলা ২ টার দিকে উপজেলার পশ্চিমপাড়ায় এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিমপাড়ার চাল ব্যবসায়ী আবুল কালাম আজাদের গুদামে পুলিশ নিয়ে অভিযান চালায় সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম।
পরে অভিযানে পৌরসভার সামনের ওই গুদাম থেকে খাদ্য অধিদপ্তরের ৫০ কেজি পরিমাণের ৩৪ বস্তা চাল জব্দ করা হয়। এতে মোট ১৭০০ কেজি চাল উদ্ধার হয়। এসব চাল খোলা বাজারে ৩০ টাকা কেজি দরে দুস্থদের দেয়া হয়। তবে এসময় গুদামে কেউ না থাকায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম বলেন, অভিযানে ওই গুদাম থেকে ৩৪ বস্তা ওএমএসর চাল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নন্দীগ্রাম এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আরেফিন জানান, জব্দকৃত ওএমএসর চালগুলো আমাদের জিম্মায় রাখা হয়েছে।