টিপু সুলতান,নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ

বগুড়ার নন্দীগ্রামে মাদকবিরোধী অভিযানে হেরোইনসহ ২ মাদককারবারি গ্রেপ্তার হয়েছে।

শুক্রবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৩ টায় নন্দীগ্রাম থানা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানে উপজেলার ভাটগ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে আজিজার রহমান (৫৮) কে ২ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে।অপরদিকে শুক্রবার (২৭ আগস্ট) রাতে থানা পুলিশ আরেকটি মাদকবিরোধী অভিযানে উপজেলার ঢাকইর গ্রামের নুরুজ্জামানের ছেলে আজিজুল হক (৩৩) কে ২.২ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়। এদের বিরুদ্ধে থানায় পৃথক ২ টি মামলা হয়েছে। শনিবার (২৮ আগস্ট) থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করে। থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ দৈনিক সুপ্রভাত উত্তরবঙ্গকে এ তথ্য নিশ্চিত করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে