টিপু সুলতান, নন্দীগ্রাম(বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রামে ওয়ারেন্টভুক্ত হত্যা মামলার আসামিসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলামের নির্দেশনায় শনিবার (৬ ফেব্রুয়ারি) রাতে থানার এএসআই সদরুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে হত্যা মামলার ওয়ারেন্টমূলে উপজেলার দারিয়াপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে ইয়াদ হোসেনকে গ্রেপ্তার করেছে।অপরদিকে একই রাতে থানার এএসআই আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সিআর মামলার ওয়ারেন্টমূলে উপজেলার বেলঘড়িয়া গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে ইদ্রিস আলীকে গ্রেপ্তার করে।থানা পুলিশ রবিবার (৭ ফেব্রুয়ারি) গ্রেপ্তারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে। থানার এসআই শাহ সুলতান বিষয়টি নিশ্চিত করেন।