টিপু সুলতান,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার নন্দীগ্রামে হতদরিদ্রদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। ৬ ফেব্রুয়ারি সকাল ১০ টায় উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের ত্রিমোহনী বাজারে ব্যক্তিগত কার্যালয় হতে ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন ৯৫টি হতদরিদ্র পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য রফিকুল ইসলাম, আলহাজ্ব নজরুল ইসলাম ও আতিকুর রহমান প্রমুখ। ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, সরকারিভাবে ৯৫ প্যাকেট শুকনো খাবার পেয়েছিলাম তা হতদরিদ্রদের মাঝে বিতরণ করলাম। থালতা মাঝগ্রাম ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে আমি সর্বদা আছি এবং থাকবো ইনশাআল্লাহ।