টিপু সুলতান, নন্দীগ্রাম বগুড়া:

নন্দীগ্রামে সরকারি জায়গায় বাড়ি নির্মাণ কাজ বন্ধ করে দিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম‍্যাজিট্রেট নুরুল ইসলাম।

উপজেলার বুড়ইল ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের একজন সরকারি জায়গা জবরদখল করে বাড়ি নির্মাণ করেছিলো। বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম জানতে পেরে ৩ নভেম্বর বিকেলে সেখানে গিয়ে সরকারি জায়গায় বাড়ি নির্মাণ কাজ বন্ধ করে দেন।

এ তথ্যটি নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম। তিনি বলেছেন, সরকারি জায়গায় অবৈধভাবে কোনো প্রকার স্থাপনা নির্মাণ কাজ করতে দেয়া হবে না। কেউ সরকারি জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণ কাজ করতে লাগলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে