টিপু সুলতান,নন্দীগ্রাম, বগুড়া:

বগুড়ার নন্দীগ্রামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১২ই অক্টোবর বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার রাজিউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রশিদ, ইউপি চেয়ারম্যান নুরমোহাম্মদ, আব্দুল বারী বারেক, মোরশেদুল বারী, আব্দুল মতিন, আবুল কালাম আজাদ, মেডিকেল অফিসার ইকবাল মাহমুদ লিটন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মোমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াসমিন, ওসিসির প্রোগ্রাম অফিসার রুহুল আমিন, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলুর রহমান ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র সরকার প্রমুখ। আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে এ সভায় গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে