টিপু সুলতান, নন্দীগ্রাম, বগুড়া:

প্রতিবন্ধীদের জন্য বগুড়ার নন্দীগ্রামে মোবাইল থেরাপি ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।

প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র বগুড়ার আয়োজনে গত ১৮ নভেম্বর সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে এ ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মোমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মোমিন জানান, প্রতিবন্ধীদের জন্য মোবাইল থেরাপি ক্যাম্পেইন ধারাবাহিকভাবে চলবে। এতে প্রতিবন্ধীরা অনেকটা উপকৃত হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে