টিপু সুলতান, নন্দীগ্রাম, বগুড়া:
প্রতিবন্ধীদের জন্য বগুড়ার নন্দীগ্রামে মোবাইল থেরাপি ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।
প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র বগুড়ার আয়োজনে গত ১৮ নভেম্বর সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে এ ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মোমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মোমিন জানান, প্রতিবন্ধীদের জন্য মোবাইল থেরাপি ক্যাম্পেইন ধারাবাহিকভাবে চলবে। এতে প্রতিবন্ধীরা অনেকটা উপকৃত হবে।