টিপু সুলতান, নন্দীগ্রাম, বগুড়া:
বগুড়ার নন্দীগ্রামে করোনাভাইরাস সংক্রমণরোধে বাহিরে মাস্ক ব্যবহার না করায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইনে ১৪ জনকে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২২ নভেম্বর) বিকেল ৫ টায় নন্দীগ্রাম পুরাতন বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আখতারের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে। এসময় তিনি মাস্কও বিতরণ করেছে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আখতার বলেন, সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইনে জেল-জরিমানার বিধান রয়েছে। এখন জরিমানা করা হচ্ছে। এরপরেও যদি এ আইন অমান্য করে তাহলে জেলও দিতে পারি। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন এসআই রেজাউল করিম।