টিপু সুলতান,নন্দীগ্রাম(বগুড়া)ঃ
বগুড়ার নন্দীগ্রামে ৮ মাদক মামলার আসামিসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (১৮ মে) বেলা পৌনে ১২ টায় থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার ওমরপুর হতে ৩০ গ্রাম গাঁজাসহ ৮ মাদক মামলার আসামি গুন্দইল গ্রামের বিজয় চন্দ্র মহন্তের ছেলে পরিতোষ চন্দ্র মহন্ত (২৯) কে গ্রেপ্তার করে।
অপরদিকে থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বেলা সাড়ে ১২ টায় ভাটগ্রাম ইউনিয়নের ভাটগ্রাম পূর্বপাড়ায় অভিযান চালিয়ে ১ গ্রাম হেরোইনসহ বুড়ইল ইউনিয়নের কামুল্ল্যা গ্রামের খয়বর মাস্টারের ছেলে সাইফুল ইসলাম (৩৬) কে গ্রেপ্তার করে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারকৃত দুইজনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আর আসামি বিজয় চন্দ্র মহন্তের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় পূর্বের ৮টি মাদক মামলা রয়েছে। আজ আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।