টিপু সুলতান,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার নন্দীগ্রামে পুলিশের অভিযানে ১ কেজি ১৬০ গ্রাম গাঁজাসহ রেজাউল মাঝি (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক ন‚র মোহাম্মদ সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে রোববার বিকালে ভাটরা ইউনিয়নের বৃকঞ্চি গ্রামের কছিমুদ্দিন মাঝির ছেলে রেজাউল মাঝি নামের ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এ সময় তার বাড়ি থেকে ১ কেজি ১৬০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। ওই আসামীকে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়।