টিপু সুলতান,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার নন্দীগ্রামে মাঠ দিবস পালিত হয়েছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় উপজেলার দলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬ ডিসেম্বর বেলা ১১ টায় উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবুর সভাপতিত্বে মাঠ দিবস উপলক্ষ্যে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দুলাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া ও রাজশাহী অঞ্চলের মনিটরিং অফিসার জাহাঙ্গীর আলম প্রামানিক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য্য, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নজরুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শারমিন আকতার ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান প্রমুখ।