টিপু সুলতান,নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ

বগুড়ার নন্দীগ্রামে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় নন্দীগ্রাম দলীয় অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কর্তন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন। এর পূর্বে সংসদ সদস্য দলীয় ওই অস্থায়ী কার্যলয় উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান শাহিন, পৌর বিএনপির আহবায়ক লুৎফর রহমান, যুগ্ম আহবায়ক আব্দুল মজিদ ফিল্লু, বিএনপি নেতা বেলায়েত হোসেন আদর, আলেকজান্ডার,গোলাম হোসেন,আবুল কালামআজাদ। ১নং ইউনিয়ন বিএনপির আহবায়ক আলাউদ্দিন সরকার যুগ্ম আহবায়ক মোফাজ্জল হোসেন বুলু, ২নং ইউনিয়ন বিএনপির আহবায়ক এল আর, যুগ্ম আহবায়ক মাহাবুবুল আলম, ৩নং ইউনিয়ন বিএনপির আহবায়ক শাহ-আল হেলাল, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম, ৪নং ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল মজিদ মাসুদ, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, ৫নং ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল হাকিম, যুগ্ম আহবায়ক হাশেম আলী।উপজেলা যুবদলের শফিউল আলম সুমন, যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, সেচ্ছাসেবকদলের আহবায়ক আবুবক্কর সিদ্দিকী, সদস্য সচিব আব্দুল সালাম, পৌর সেচ্ছাসেবকদলের আহবায়ক রাজু আহম্মেদ, যুগ্ম আহবায়ক সিয়ামুল হক রাব্বি, ছাত্রদলনেতা জুয়েল রানা, তারেক রহমান, পলিন ও নূরনবী প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে