টিপু সুলতান, নন্দীগ্রাম,বগুড়া:
বগুড়ার নন্দীগ্রামে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। রবিবার বেলা ১১ টায় উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদ ভবনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন।
জানা গেছে, এলজিএসপির বরাদ্দকৃত অর্থদ্বারা হুইল চেয়ার, পরিবেশ বান্ধব বন্ধুচুলা, ইউডিসির জন্য ল্যাপটপ, প্রিন্টার ও ফাটোস্ট্যাট মেশিন ক্রয় করে তা বিতরণ করা হয়। এছাড়াও খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫৭২ জন উপকারভোগীদের মাঝে কার্ড বিতরণ করা হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মুশফিকুর রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের প্রমুখ। থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন জানিয়েছে স্বচ্ছভাবে খাদ্যবান্ধব কর্মসূচির উপকারভোগীদের তালিকা করে কার্ড দেয়া হয়েছে।