টিপু সুলতান,নন্দীগ্রাম(বগুড়া):

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ।

বৃহস্পতিবার রাতে থানার উপপরিদর্শক নুর আলম, রেজাউল করিম, নূর মোহাম্মদ ও আমিনুল ইসলামের নেতৃত্বে রাতব্যাপী অভিযান পরিচালনা করে এ সকল আসামিদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার চক্কয়া গ্রামের মৃত আকরাম উদ্দিনের ছেলে নবাব আলী (৬৫), আক্কাস উদ্দিনের ছেলে বেলাল হোসেন (৫৫), সেকেন্দার আলীর ছেলে মোখলেস আলী (৩৮), মৃত আশরাফ আলীর ছেলে বক্কর আলী (৩৬), হাজারকী মুন্সিপাড়ার মৃত আজাহার আলীর ছেলে মোজাফর হোসেন (৭০) ও দো-পুকুড়িয়া গ্রামের মৃত কাইয়ুম উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৪৪)।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ “দৈনিক সুপ্রভাত উত্তরবঙ্গ”কে বলেন, আজ শুক্রবার দুপুরে সকল আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে