টিপু সুলতান,নন্দীগ্রাম,বগুড়া:
বগুড়ার নন্দীগ্রামে পানিতে ডুবে তৌহিদুল ইসলাম নামে ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ১৪ই অক্টোবর বেলা আনুমানিক ১ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, উপজেলার কহুলি গ্রামের তাইজুল ইসলামের শিশুপুত্র তৌহিদুল ইসলাম ঘটনার সময় বাড়ির পাশে পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন শিশুটিকে খুঁজে না পেয়ে পুকুরের পাড়ে গিয়ে পানিতে ভাসতে দেখে। সেখান থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।