টিপু সুলতান,নন্দীগ্রাম,বগুড়া :

বগুড়ার নন্দীগ্রামে পাটের ব্যাগ ব্যবহার না করার দায়ে এক রাইস মিল মালিকের ১০০০০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা যায়, উপজেলার দোহার বাজারে অবস্হিত মেসার্স দাদা ভাই রাইস মিলে পাটের ব্যাগ ব্যবহার না করে প্লাষ্টিকের ব্যাগ ব্যবহার করার দায়ে ভ্রাম্যমান আদালতে এ জরিমানা করা হয়।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নুরুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে। কয়েকদিন ধরে উপজেলায় চালের অধিক মূল্যরোধসহ মজুদ ঠেকাতে বিভিন্ন গুদাম ও বাজার মনিটরিং করতে বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছেন ভূমি সহকারী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নুরুল ইসলাম । তারই ধারাবাহিকতায়, চালের মূল্য স্থিতিশীল ও পাটের ব্যাগ ব্যবহার করাতে উপজেলার দোহার বাজারে অবস্হিত মেসার্স দাদা ভাই অটো রাইস মিল পরিদর্শন করেন। বিক্রয় ও মজুত সন্তোষজনক থাকলেও চাল সরবরাহের জন্য পাটজাত পণ্য ব্যবহার না করার অপরাধে মেসার্স দাদা ভাই অটো রাইস মিল মালিক মোঃ আকরামুলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন থানার এসআই সুবোধ। এছাড়া কেউ যদি সরকার নির্ধারিত মূল্যের বেশি দরে চাল বিক্রয় এবং অবৈধভাবে চাল মজুত ও প্লাষ্টিকের ব্যাগ ব্যাবহার করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট মোঃ নুরুল ইসলাম।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট মোঃ নুরুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি তথ্যটি নিশ্চিত করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে