টিপু সুলতান, নন্দীগ্রাম, বগুড়া:

বগুড়ার নন্দীগ্রামে নারী ও শিশু নির্যাতন বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ই নভেম্বর) দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, নন্দীগ্রাম প্রেস কাবের সভাপতি নাজমুল হুদা, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার শফিক মাহমুদ, মুফতি শেখ শাহজাহান আলী, মাও. আব্দুর রশিদ ও মাও. মোদ্দাসির রহমান প্রমুখ।

এ মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন জামে মসজিদের ইমাম / খতিবরা উপস্থিত ছিলেন। জুম্মার খুতবায় নারী ও শিশু নির্যাতন বিরোধী বক্তব্য প্রদানের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে