টিপু সুলতান,নন্দীগ্রাম,বগুড়া:

বগুড়ার নন্দীগ্রামে দেশীয় তৈরী ২ টি পিস্তল উদ্ধার করেছে থানা পুলিশ। জানা গেছে, ৭ই অক্টোবর দুপুর আনুমানিক সাড়ে ১২ টায় নন্দীগ্রাম উপজেলার ২নং নন্দীগ্রাম ইউনিয়নের শিমলা-ভবানীপুর রাস্তার পাশে মহসিন আলীর ডোবায় শিশুরা পানি সেচ দিয়ে মাছ ধরার সময় ২ টি দেশীয় তৈরী পিস্তল দেখতে পায়।

এ খবর পেয়ে থানার এসআই চাঁন মিয়া সেখান থেকে ওই ২ টি পিস্তল উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানার অফিসার ইনচার্জ শওকত কবির জানিয়েছে, উদ্ধারকৃত ওই ২ টি পিস্তল অকেজো। শিশুরা ডোবার পানি সেচ দিয়ে মাছ ধরতে লেগে ২ টি পিস্তল দেখতে পায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে ২ টি পিস্তল উদ্ধার করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে