টিপু সুলতান, নন্দীগ্রাম(বগুড়া) :
বগুড়ার নন্দীগ্রামে ট্রাক ও যাত্রীবাহী সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে নন্দীগ্রাম পৌর এলাকার ওমরপুর বাসস্ট্যান্ডে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার কুস্তা গ্রামের মৃত জসীম উদ্দীনের ছেলে আব্দুল খালেক(৬৫) তিনি রনবাঘা উচ্চবিদ্যালয়ের নৈশপ্রহরী ছিলেন।অপর নিহত ব্যাক্তি হলেন নাটোরের সিংড়া উপজেলার কাছুটিয়া গ্রামের আজিম উদ্দীনের ছেলে মোঃ বাবলু মিয়া(৫০) উনি রনবাঘা বাজারের মার্সেল শোরুমে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।বিষয়টি নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার এস আই তারিকুল ইসলাম।এস আই তারিকুল ইসলাম জানান, রণবাঘা থেকে ৫জন যাত্রী নিয়ে একটি সিএনজি নদীগ্রামের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ওমরপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে নাটোরগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান। এবং গুরুতর আহত হন আরও ৪ জন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।তিনি আরও জানান, ট্রাক ও সিএনজি পুলিশি হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।