টিপু সুলতান, নন্দীগ্রাম, বগুড়া:
বগুড়ার নন্দীগ্রামে মেয়াদ উত্তীর্ণ ওষুধ, খাবার ও নকল কসমেটিক্স বিক্রয়ের দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪টি দোকানে ৯ হাজার টাকা জরিমানা ও মামলা দায়ের করে।
মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক দেবাশীষ রায় এ জরিমানা ও মামলা দায়ের করেছে।
নন্দীগ্রাম উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জামিল উদ্দিন জানিয়েছে, মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয়ের দায়ে নন্দীগ্রাম পৌর এলাকার ওমরপুর বাজারের একটি ওষুধের দোকানে ২ হাজার টাকা,নকল কসমেটিক্স বিক্রয়ের দায়ে শফিকুল ইসলামের দোকানে ১ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ বিস্কুট-রুটি বিক্রয়ের দায়ে সবুজ কুমারের মুদির দোকানে ৩ হাজার টাকা ও আইনুল হকের দোকানে ৩ হাজার টাকা জরিমানাসহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়। এ ছাড়াও আলুর বাজার পরিদর্শন করার পর ৩০ টাকা কেজিতে আলু বিক্রয় শুরু হয়।