টিপু সুলতান,নন্দীগ্রাম,বগুড়া:

বগুড়ার নন্দীগ্রামে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। এরপর উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, উপজেলা প্রকৌশলী শাহনেওয়াজ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী নাজমুল হোসাইন প্রমুখ।

এরপর বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে সাবান দিয়ে হাত ধোয়ানো হয়। পরে রিকশা চালকদের মাঝে সাবান বিতরণ করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে