টিপু সুলতান,নন্দীগ্রাম,বগুড়া:
বগুড়ার নন্দীগ্রামে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। এরপর উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, উপজেলা প্রকৌশলী শাহনেওয়াজ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী নাজমুল হোসাইন প্রমুখ।
এরপর বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে সাবান দিয়ে হাত ধোয়ানো হয়। পরে রিকশা চালকদের মাঝে সাবান বিতরণ করা হয়েছে।