টিপু সুলতান, নন্দীগ্রাম,বগুড়া:   ‘‘আমরা সবাই সোচ্চার বিশ্ব হবে সমতার’’ এই প্রতিপাদ্য সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। ৩০ শে সেপ্টেম্বর জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে এ আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সা-রিদ শাহনেওয়াজ, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াসমিন ও তথ্যসেবা কর্মকর্তা তাবাসসুম উলফাত প্রমুখ। আলোচনা সভা শেষে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে