টিপু সুলতান, নন্দীগ্রাম, বগুড়া:
বগুড়ার নন্দীগ্রামে গাাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। উপজেলার কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আমজাদুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার গুলিয়া কৃঞ্চপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে আব্দুস সামাদ (৪২) কে ৫৫ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে।
এ বিষয়ে নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
রবিবার (১৫ই নভেম্বর) দুপুরে পুলিশ গ্রেপ্তারকৃত আব্দুস সামাদকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করে। থানার এআই তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছে।