টিপু সুলতান, নন্দীগ্রাম, বগুড়া:

 বগুড়ার নন্দীগ্রামে কৃষক লীগের উদ্যোগে প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে হাইব্রিড আলু বীজ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ই নভেম্বর) সকাল ১০ টায় নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে উপজেলা কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলামের সভাপতিত্বে প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে হাইব্রিড আলু বীজ বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাঈদ রায়হান মানিক, পৌর কৃষক লীগের সভাপতি আশরাফুল ইসলাম সুমন, সহ-সভাপতি রাজা শেখ, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা ও সাংগঠনিক সম্পাদক মুনির হোসেন প্রমুখ।

এরপর বগুড়া জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে হাইব্রিড আলু বীজ বিতরণ উদ্বোধন করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে