টিপু সুলতান,নন্দীগ্রাম(বগুড়া)ঃ

বগুড়ার নন্দীগ্রামে চার মূর্তি কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা।

সোমবার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের দারিয়াপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ৩৬ কেজি ও ১৩ কেজি ওজনের ২টি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার ওসি (তদন্ত) আশরাফুল আলম।

গ্রেফতারকৃতরা হলেন, মন্টু রবিদাস (৫৫) এবং তার ছেলে দিলীপ কুমার রবিদাস (৩২), ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই গ্রামের মৃত আকবর আলীর ছেলে আব্দুল মাসুদ (৪০) ও কল্যাণনগর গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৫৮)ওসি (তদন্ত) আশরাফুল আলম জানান, এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে থানায় একটি মামলা করা হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) গ্রেফতারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে