টিপু সুলতান,নন্দীগ্রাম,বগুড়া:

বগুড়ার নন্দীগ্রামে করোনায় রাজু আহম্মেদ (৫৫) নামে ১ জনের মৃত্যু হয়েছে।

জানা গেছে, নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজের সহকারী গ্রন্থাগারিক রাজু আহম্মেদ করোনায় আক্রান্ত হলে তাকে চিকিৎসার জন্য বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২২ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) তার জানাজা নামাজ শেষে শ্বশুরবাড়ি কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

এ পর্যন্ত নন্দীগ্রাম উপজেলায় কোভিডে-১৯ এ আক্রান্ত হয়ে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার এ তথ্য নিশ্চিত করেছে।

উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার জানিয়েছে, রাজু আহম্মেদ মৃত্যুর আগে করোনামুক্ত হয়েছিলেন। তবুও স্বাস্থ্যবিধি মেনেই তার জানাজা ও দাফন সম্পন্ন করা হয়েছে। রাজু আহম্মেদ নন্দীগ্রাম পশ্চিমপাড়ার বাসিন্দা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে