টিপু সুলতান, নন্দীগ্রাম, বগুড়া:

বগুড়ার নন্দীগ্রামে ওয়ারেন্টমূলে দুইদিনে ২ জন গ্রেপ্তার।

বগুড়ার নন্দীগ্রামে ওয়ারেন্টমূলে ২ জন গ্রেপ্তার হয়েছে। থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রশিদ সরকারের নেতৃত্বে এসআই মোখলেছুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার (১৮ই নভেম্বর) দিবাগত রাতে উপজেলার নিনগ্রামের আলহাজ্ব মছির উদ্দিনের ছেলে আফাজ উদ্দিনকে মামলার ওয়ারেন্টমূলে গ্রেপ্তার করে।

এরপর আজ বৃহস্পতিবার (১৯ই নভেম্বর) সকালে উপজেলার সিংজানি গ্রামের গিয়াস উদ্দিনের স্ত্রী রুবি বিবিকে মামলার ওয়ারেন্টমূলে গ্রেপ্তার করেছে। দুপুরে পুলিশ তাদেরকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করে।

থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রশিদ সরকার বিষয়টি নিশ্চিত করেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে