টিপু সুলতান,নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ
বগুড়ার নন্দীগ্রামে ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ এর গণটিকাদান কর্মসূচি শুরু হয়েছে। শনিবার (৭ আগষ্ট) সকাল ৯টা থেকে ৫টি ইউনিয়নের ১টি করে টিকাদান কেন্দ্রে এ গণটিকাদান কর্মসূচি শুরু হয়।
এ উপজেলার ৫টি ইউনিয়নে ৩ হাজার জনকে টিকা প্রদান করা হয়েছে। সকাল থেকে প্রতিটি কেন্দ্রে টিকা গ্রহীতাদের ভীড় লক্ষ্য করা গেছে। প্রতিটি কেন্দ্রে নারী ও পুরুষের জন্য আলাদা আলাদা বুথে টিকা প্রদান করা হয়েছে।উপজেলার টিকা কেন্দ্রগুলো পরিদর্শন করেন, উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাত এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তোফাজ্জল হোসেন মন্ডল।