টিপু সুলতান,নন্দীগ্রাম,বগুড়া: বগুড়ার নন্দীগ্রামে   আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে ২৮ শে সেপ্টেম্বর সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে এ আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অরুনাংশু মন্ডল, উপজেলা প্রকৌশলী সা-রিদ শাহনেওয়াজ, উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলুর রহমান ও সাংবাদিক অদ্বৈত কুমার আকাশ প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে