টিপু সুলতান,নন্দীগ্রাম(বগুড়া)প্রতি নিধিঃ
বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” এই লক্ষ্য প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে জায়গাসহ পাকা বাড়ি পাচ্ছেন দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলো। তারই ধারাবাহিকতার অংশ হিসেবে(২৩) জানুয়ারি শনিবার বেলা ১১ টায় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে এর শুভ উদ্ভোধন করেন। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর রেখে যাওয়া অসমাপ্ত পরিকল্পনা এবং স্বপ্ন বাস্তবায়িত করতে অঙ্গীকারাবদ্ধ। তারই ধারাবাহিকতায় মুজিব বর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী এদেশের গৃহহীন এবং ভূমিহীন মানুষদের মাথা গোঁজার ঠাঁই করে দেওয়ার অঙ্গীকার করেছিলেন। আজ সেই স্বপ্নের প্রথম ধাপ বাস্তবায়ন হলো তার ঘোষণার মাধ্যমে।
বেলা ১২ ঘটিকায় নন্দীগ্রাম উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীর পক্ষে উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ ও উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার জমির দলিল ও গৃহের চাবি গৃহহীন পরিবারদের হাতে হস্তান্তর করেন।এ সময় উপস্হিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত,মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবনী আক্তার বানু,সহকারী কমিশনার (ভুমি) নুরুল ইসলাম,নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম,ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ,প্রভাষক আঃবারি বারেক,আবুল কালাম আজাদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রকল্পের সুবিধা ভোগী ব্যক্তিবর্গ।