মোছাব্বর হাসান মুসা, বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার দুপচাঁচিয়ায় দুই রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তলসহ স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকর্মী ধরা পড়েছেন। র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুরে তাদের মেইল বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করেন। বিকালে এ খবর পাঠানোর সময় তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিলো।

ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি স্বজল কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।গ্রেফতার দু’জন হলেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার পোড়াপাড়া গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন (৪০) এবং পোঁওতা গ্রামের শহিদুল ইসলামের ছেলে ও স্বেচ্ছাসেবক লীগ কর্মী মিজানুর রহমান মিজান (৩০)।

র‌্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানি সূত্র জানায়, মঙ্গলবার বেলা দেড়টার দিকে গোপনে খবর পেয়ে দুপচাঁচিয়া মেইল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে কোনও অপরাধমূলক কর্মকাণ্ডে যাওয়ার প্রস্তুতির সময় ফারুক হোসেন ও মিজানুর রহমান মিজানকে গ্রেফতার করা হয়। ফারুকের কাছে দুই রাউন্ড গুলিভর্তি ৭.৬৫ ক্যালিবারের একটি বিদেশি পিস্তল পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে দুপচাঁচিয়া থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে মর্মে নিশ্চিত করেছেন অফিসার ইন চার্জ হাসান আলী।

দুপচাঁচিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুস সবুর খন্দকার জানান, ফারুক হোসেন তার সংগঠনের সাবেক সিনিয়র সহ-সভাপতি। মিজান সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নয়।তবে এলাকাবাসী বলেছে, গ্রেফতার দুই জন স্থানীয় আওয়ামী লীগের দায়িত্বশীল নেতাদের বডিগার্ড হিসেবে পরিচিত। কিন্ত তারা এলাকাতে বিভিন্ন ভাবে সন্ত্রাসী কাজে নিয়োজিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে