রফিকুল ইসলাম :

 উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা দুপচাঁচিয়া উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ও উপজেলার প্রাথমিক শিক্ষকবৃন্দের সহযোগিতায় গত ১৭আগস্ট বুধবার বিকেলে দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

খেলায় উনাহত সিংড়া প্রাথমিক বিদ্যালয়(বালক) ট্রাইব্রেকারে ৩-১গোলে জোহাল মাটাই সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে এবং ধারশুন সরকারি প্রাথমিক বিদ্যালয়(বালিকা) ট্রাইব্রেকারে ৫-৪গোলে বোরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে। এ উপলক্ষে এক পুরস্কার বিতরণী সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদীর সভাপতিত্বে ও সাবেক ব্যাংকার আজিজুল হকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদউপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমানসাধারণ সম্পাদক এমদাদুল হকউপজেলা শিক্ষা অফিসার শরীফ আহম্মদউপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বেলাল হোসেন প্রমুখ।

খেলায় ধারাভাষ্য প্রদান করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন। খেলা পরিচালনা করেন এমকে আলম। তাকে সহযোগিতা করেন মাসুদ পারভেজ ও কামরুল হাসান

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে