দুপচাঁচিয়া( বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার দুপচাঁচিয়ায় ট্যাবলেট খেয়ে আকরাম হোসেন (৪৫) নামে একজন আত্মহত্যা করেছে।
দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের উওর সাজাপুর গ্রামের মৃত্যু কায়ছার আলীর পুত্র বলে এলাকাবাসী জানায়।আজ৫ জুন শনিবার সকাল অনুমানিক ৯ ঘটিকায় ছাতনীতে গ্যাস ট্যাবলেট সেবন করে। স্থানীয় লোকজন গ্যাস খাওয়ার কথা জানতে পেরে প্রথমে তাকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসে, রোগীর অবস্হার অবনতি হওয়ায় তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন কর্তব্যরত ডাক্তারগন,আজ শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে বেলা ১১ঘটিকায় আকরাম হোসেন মারা যায়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।