দুপচাঁচিয়া উপজেলা প্রতিনিধি :
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে এদিন দুপুরে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ, বিকেলে আনন্দ র্যালি, আলোচনা সভা ও কেক কর্তন করা হয়। এছাড়াও উপজেলা দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
সভার পূর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্য এবং জাতীয় চার নেতা ও সম্প্রতি মৃত্যুবরণকারী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি স্মরণে দাঁড়িয়ে একমিনিট নীরবতা পালন করা হয়। শেষে ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
পরে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম মুক্তাদির লেমন।
সংগঠনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইউসুফ আলী খান আঙ্গুরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন শিশির, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রাজু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক রানা, মহসীন আলী, প্রচার সম্পাদক মোমিনুর রহমান তালুকদার পলাশ, আ.লীগ নেত্রী শামীমা আক্তার মুক্তা, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আশরাফ আলী, উপজেলা কৃষক লীগের সভাপতি নুর ইসলাম টগর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মোস্তাফিজুর রহমান সুজন, হাসান শাহরিয়ার শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক বাবলা সরদার, উপেন দাস, প্রমুখ