দুপচাঁচিয়া প্রতিনিধি:
২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার প্রতিবাদে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ আগস্ট) বিকেলে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি বগুড়া-নওগাঁ রোডে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে সি ও অফিস চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। এর আগে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে সমাবেশে মিলিত হয় নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদুল হক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি আমিনুর রহমান , সিনিয়র সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক , যুগ্ন সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার , পৌর আওয়ামিলীগের সভাপতি আব্দুর রাজ্জাক , সাধারণ সম্পাদক আমিন মহলদার প্রমুখ।