মোছাব্বর হাসান মুসা, বগুড়া প্রতিনিধি:

বগুড়ার দুপচাঁচিয়ায় এক মাংস ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে আটটার দিকে চৌমুহনী আশুঞ্জা বানিয়াদীঘি গ্রামের আবদুল মতিনের পুত্র বাচ্চুর পরামানিক ৫৬ ইরামতি খাড়ির পাড় হতে তার লাশ উদ্ধার করে থানা পুলিশ।

লাশের ঘটনা রহস্যজনক হওয়ার কারণে থানা পুলিশ লাশটি মর্গে প্রেরণ করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করে একাধিক ব্যক্তির নিকট থেকে জানা গেছে কোন কোন গ্রামবাসী বলছেন তিনি হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। আবার তার স্ত্রী এবং পুত্র জানান ইতিপূর্বেও অনুরূপভাবে সে হার্ট স্ট্রোক করেন। পরে চিকিৎসা করে সুস্থ হয়েছিলেন। হয়তোবা এবারও তিনি স্ট্রোক করার কারণে মারা যেতে পারেন।

দুপচাঁচিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। এ বিষয়ে দুপচাঁচিয়া থানার মিডিয়া অফিসার এস আই রাশেদ নিশ্চিত করে বলেন দুপচাঁচিয়া থানায় একটি ইউডি মামলা হয়েছে যার নং ০৬/২১তারিখ ২২-০৩-২১ইং

উল্লেখ্য বাচ্চু প্রামাণিক ৫৬ দীর্ঘদিন যাবত চৌমুনী বাজারে খাসির মাংস বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় আশুঞ্জা বানিয়াদিঘী গ্রামসহ চৌমুহনী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার পারিবারিক সূত্রে জানা গেছে একটি খাসি ক্রয় করার জন্য সে ফুটানি গঞ্জ গ্রামে যাচ্ছিল। পথের মধ‍্যে তার স্টোক হতে পারে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে