এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ
বুধবার বগুড়ার কাহালু উপজেলা সভাকক্ষে উপজেলা নদী রক্ষা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন অত্র কমিটির সভাপতি ও কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালূ উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালূ উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ (লালু), রওশন আকতার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার রফিকুল আলম, উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম মোর্শেদ, উপজেলা সমবায় অফিসার আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন মন্ডল, উপজেলা বন কর্মকর্তা সামছুল আলম,, কাহালু মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ মতিন প্রমূখ। সভায় নাগর নদী রক্ষায় ৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিয়ে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
এছাড়াও আশ্রয়ণ প্রকল্প/আবাসন প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত উপজেলা ট্যস্কফোর্স কমিটি, উপজেলা গ্রচ্ছগ্রাম প্রকল্প বাস্তবায়ন কমিটি, উপজেলা কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটি ও উপজেলা মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত। উক্ত কমিটির সভায় সভাপতিত্ব করেন অত্র কমিটির সভাপতি ও কাহালু উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান।