ক্রাইম রিপোর্টার, বগুড়া :

বগুড়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঁঞা, বিপিএম(বার) মহোদয়ের নির্দেশনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার, আদমদিঘী সার্কেল, কে এইচ এম এরশাদ এবং দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ, জনাব মোঃ হাসান আলী এর নেতৃত্বে চলমান বিশেষ অভিযানে ১০ জন ওয়ারেন্ট ভুক্ত আসামী ও ৪ জন মাদক মামলার আসামী গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, ওয়ারেন্টভুক্ত আসামী-

১।মোঃ মমিন
পিতা-আবু হানিফ
সাং-ধাপসুখানগাড়ী
২। শ্রী স্বদেব চন্দ্র দাস
পিতা-মৃত জয়দেব চন্দ্র দাস
সাং-লাফাপাড়া
৩।শ্রী উত্তম কুমার মালী
পিতা-মৃত জতিশ চন্দ্র মালী
সাং- শহরতলা
৪।আনিসুর রহমান
পিতা-আফতাব হোসেন
সাং-সুখানগাড়ী
৫।নান্টু মন্ডল
পিতা-মৃত সামসুদ্দিন
সাং- হাটসাজাপুর বাজারদিঘী
৬। এরশাদ প্রাং
পিতা-মৃত আলেম
সাং-হাটসাজাপুর বাজারদিঘী
৭।মোঃ ইসমাইল হোসেন
পিতা-মোঃনাসির উদ্দিন মন্ডল
সাং- দুপচাঁচিয়া উত্তরপাড়া
৮। মোঃইব্রাহীম আলী
পিতা-নজরুল ইসলাম
সাং- মন্ডলপাড়া
৯।মোঃ আঃ মান্নান
পিতা-মৃত মমতাজ মীর
সাং- হেরুঞ্জ
১০।মোঃ ইব্রাহীম হোসেন
পিতা- আলহাজ্ব অছিম উদ্দিন
সাং- হাটসাজাপুর
সর্ব থানা-দুপচাঁচিয়া
জেলা-বগুড়া এবং

মাদক মামলার আসামী
১১। মোঃ ইব্রাহীম আলী রনি(৩২)
পিতা-লুৎফর আলী মহলদার
১২। মোছাঃ সাহিদা বেগম ধলী(৫৫)
স্বামী- মোঃ আঃ করিম
উভয় সাং- দুপচাঁচিয়া মহলদারপাড়া
থানা -দুপচাঁচিয়া
জেলা- বগুড়া
১৩। মোঃ জুলফিকার আলী বিদ্যুৎ(৩২)
পিতা-মৃত আফতাব উদ্দিন
সাং- পিলকুঞ্জিচক পাড়া
থানা-কাহালু জেলা- বগুড়া
১৪। মোঃমজনু সাকিদার(৩২)
সাং-দুবড়া মধ্যপাড়া
থানা-দুপচাঁচিয়া
জেলা-বগুড়া
সকল আসামীকে দুপচাঁচিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।

সিনিয়র সহকারী পুলিশ সুপার,আদমদিঘী সার্কেল,কেএইচ এম এরশাদ জানান যে, এই অভিযান চলমান থাকবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে