বগুড়া জেলা প্রতিনিধি :
বগুড়া’র সোনাতলা থানায় ৩টি চোরাই ইজিবাইক সহ আন্তঃজেলা ছিনতাই চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সুপার বগুড়া জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় সোনাতলা থানার একটি চৌকস আভিযানিক দল ২৮-০৫-২০২৩ খ্রিষ্টাব্দ তারিখে রাত্রিকালে বগুড়া জেলার সোনাতলা থানা, সদর থানা, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ এলাকা ও ফুলছড়ি থানা এলাকায় ব্যাপক পুলিশী অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ছিনতাই চক্রের ৭জন সক্রিয় সদস্য গ্রেপ্তার সহ ৩টি চোরাই ইজিবাইক উদ্ধার করে।
আজ সোমবার (২৯ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ আব্দুর রশিদ এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার বলেন-ভিকটিম মোঃ মিলু ফকির (৩৫) রাত্রি অনুমান ৯ টার সময় গাবতলী থানাধীন নারুয়ামালা বাজার হতে রওনা হয়ে একই তারিখে রাত্রি অনুমান ৯ টা ৩০ ঘটিকার সময় সোনাতলা থানাধীন গনিয়ারীকান্দি গামস্থ জৈনক আয়ুবের ইটভাটা সংলগ্ন ব্রিজের কাছে পৌঁছা মাত্র একটি সিএনজি সহ ডিবি পুলিশ পরিচয়ে দাঁড়িয়ে থাকা ৩/৪ ছিনতাইকারী ব্যক্তি মিলু ফকিরের ইজিবাইককে আটক করে তল্লাশি শুরু করে এবং ড্রাইভার মিলু ফকিরকে মারপিট করে তাদের সিএনজিতে তুলে নেয়। ছিনতাইকারী দলের ১জন লোক ভিকটিম মিলু ফকিরের ইজিবাইক ছিনতাই করে নিয়ে চলে যায়। ছিনতাইকারী দলের অন্যান্য সদস্যরা ভিকটিম মিলু ফকিরকে তাদের সিএনজিতে নিয়ে রশি এবং লুঙ্গি ছিঁড়ে দিয়ে হাত, চোখ, মুখ বেঁধে ফেলে সোনাতলা থানার বিভিন্ন এলাকায় ঘুরায়। এক পর্যায়ে ছিনতাইকারী দলের সদস্যরা ভিকটিম মিলু ফকিরকে সোনাতলা থানাধীন বুয়ারদহ ব্রিজের পাশে বাধা অবস্থায় ফেলে যায়।
ভিকটিম মিলু ফকিরের মাধ্যমে উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে অফিসার সোনাতলা থানার নেতৃত্বে সোনাতলা থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে আন্তঃজেলা ছিনতাই চক্রের ১। মোঃ নাজমুল © লাভলু (২৯), ২। মোঃ জাকির হোসেন (২৫), ৩। মোঃ সোহেল রানা (৩৫), ৪। মোঃ জীবন (২৪), ৫। মোঃ জনি (২২), ৬। মোঃএনামুল © আমিনুল (৩২) এবং ৭। মোঃ মহির মিয়া (৩৮) সদস্যদেরকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্য মতে গাইবান্ধা জেলার ফুলছড়ি থানা এলাকা হতে ভিকটিম মিলু ফকিরের ছিনতাইকৃত ইজিবাইক সহ আরো ২টি ব্যাটারি চালিত ইজিবাইক উদ্ধার করে। সেই সাথে অভিযানকালে ছিনতাই কার্যে ব্যবহৃত একটি সিএনজি, ছিনতাইকারীদের ব্যবহৃত রশি, ৩টি বার্মিজ চাকু, মরিচের গোঁড়া এবং আসামিদের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করে।
আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বগুড়াসহ পার্শ্ববর্তী এলাকায় বিভিন্ন সময় ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন কৌশলে ইজিবাইকসহ এরকম যানবাহন ছিনতাই করতো।
এছাড়াও গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বগুড়া জেলার বিভিন্ন থানায় ছিনতাই মাদকসহ একাধিক মামলা রয়েছে।
এছাড়াও আসামিদেরকে পুলিশি স্কট এর মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।