নিজস্ব প্রতিবেদক:
বগুড়ার শিবগঞ্জে বকুল ভার্মি কম্পোস্ট কারখানায় জমি নিয়ে বিরোধের জের ধরে একই গ্রামের চাঁন্দু মিয়া অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ করেছেন উদ্যোক্তা বকুল হোসেন।
মঙ্গলবার দিবাগত রাত্রি ৩ ঘটিকার সময় শিবগঞ্জ পৌরসভার অর্জুনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে ও স্থানীয়রা জানায়,
বকুল তার এই কারখানায় জৈব সার উৎপাদন করে আর সেখানে এভাবে অগ্নি সংযোগ করবে আমরা ভাবতেও পারিনি।
একজন উদ্যোক্তা মানুষের এভাবে ক্ষতি করে।
কত টাকার ক্ষতি হয়েছে জানতে চাইলে, এ বিষয়ে বকুল হোসেন জানান আমার কারখানায় প্রায় ১থেকে দেড় লক্ষ টাকা ক্ষতি সাধন হয়েছে। আমি এর সুষ্ঠ বিচার চাই। এঘটনায় শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি শাহিনুজ্জামান বলেন এ বিষয়ে উভয় পক্ষের অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।