বিশেষ প্রতিনিধি, বগুড়া:
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ৭ মার্চের কর্মসূচি শুরু হয়েছে।
আজ সকাল ১০ টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা চেয়ারম্যান ফজলুল হক এবং নির্বাহী অফিসার এসএম জাকির হোসেনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাসরিন রূপা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আমিনুর রহমান, সাধারন সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক তৌহিদুল হোসেন মহলদার, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, সাবেক সম্পাদক কেএম বেলাল প্রমূখ।
এছাড়াও উপজেলা প্রশাসনের উদ্যোগে পর্যায়ক্রমে আলোচনাসভা, আলোকচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অপরদিকে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলী জানান, পুলিশের আয়োজনে ৭ মার্চ উপলক্ষে আজ বিকালে কেককর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচি গ্রহন করা হয়েছে।