বিশেষ প্রতিনিধি, বগুড়া:
শনিবার বিকালে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ধাপসুলতানগঞ্জ ক্রিকেট ক্লাবের আয়োজনে বঙ্গবন্ধু স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ধাপসুলতানগঞ্জ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এই ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন তালোড়া পগুইল ডেনজার হিরো ক্লাব বনাম ধাপসুলতানগঞ্জ ক্রিকেট ক্লাব। খেলায় পগুইল ডেনজার হিরো ক্লাব চ্যাম্পিয়ান হয়। খেলা শেষে ক্রিকেট ক্লাবের সভাপতি মিন্টু খানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুস সবুর খন্দকার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইশারত আলী প্রামানিক, সহ-সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক আফছার আলী, আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন আকন্দ, স্বেচ্ছাসেবকলীগ নেতা এসকে আলম, ইউসুফ আলী খান আঙ্গুর, রজনী ইসলাম, সাইফুল ইসলাম, রতন আলী প্রামানিক, সমুন মুন্সি, শাহীন আকন্দ, শ্রী ওপেন চন্দ্র, আব্দুল হাকিম, নাইমুর রহমান জিহাদ প্রমুখ নেতৃবৃন্দ। সমগ্র সভাটি পরিচালনা করেন, ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক মেহেরুল ইসলাম। পরে চ্যাম্পিয়ান ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুস সবুর খন্দকার।